বাবু,চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যানের মেয়ে মোছা: আশরাফুন্নেসা ইভা রবিবার ৩১মে প্রকাশিত ২০২০ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে নাটোর জেলার বড়াইগ্রাম থানার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। আশরাফুন্নেসা ইভা পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যান আক্তার উদ্দিন আহমেদ (এ্যানজেল) ও গৃহিণী ববিতা আক্তারের মেয়ে।
আশরাফুন্নেসা ইভা উচ্চ শিক্ষা অর্জন করে বাবা-মা’র আদর্শে একজন প্রকৌশলী হতে চায়।তার কৃতিত্বের জন্য অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা মহোদয় গনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আশরাফুন্নেসা ভবিষ্যাতে উচ্চ শিক্ষা অর্জন করে একজন আদর্শবান প্রকৌশলী হতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।