পাবনার ভাঙ্গুড়ায় পৌর এলাকায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ ফেব্রুয়ারি) ভাঙ্গুড়া থানা চত্বরে পৌর এলাকার বিট নং ০২ ও ০৩ এর বিট অফিসার এসআই মোঃ মোদাচ্ছের হোসেন খান এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো, জাকির হোসেন ছবি, যুগ্ম সম্পাদক মো. রমজান আলী খাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিট পুলিশিং কার্যক্রমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং ,জুয়া খেলা নিষিদ্ধ, মাদক, কিশোর গ্যাং, সোস্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার ও সাইবার বুলিং সংক্রান্তে আলোচনা করা হয়।
পাশাপাশি স্থানীয় জনসাধারণকে অপরাধ দমনে বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহায়তা ও আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশের সেবা গ্রহণে পরামর্শ দেওয়া হয়।
CBALO/আপন ইসলাম