লা ইলাহা ইল্লাললাহু
নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া,
এই ডাক পেয়েছি
নবী মোহাম্মাদ (স:) এর দ্বারা।
মুহাম্মাদুর রাসুলুল্লাহু (স:)
আমাদের প্রিয় নবী
আল্লাহর রাসুল,
মা আমেনার ছেলে
মক্কা – মদিনার বুলবুল।
নামাজ কায়েম ও যাকাত প্রদান
আল্লাহ নবীর আহবান,
এসবের বিনিময়ে
জান্নাতে হবে তোমার স্থান।
নবী বিদায় ভাষনে বলেন
তুমি যা খাইবে ও পরিবে
কাজের লোককের বেলায়
অনুরুপ তাই করিবে ।
লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
মোবাইল- ০১৭৪০-৭১৪৬৫৬