কে,এম আল আমিন :
জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল ঈশ্বর কুমার। তার দুটি হাতই ছিল অবশ। তারপরও লেখাপড়ার অদম্য ইচ্ছা ছিল তার। এ কারণে মুখ দিয়ে লিখেই তিনি লেখাপড়া চালাত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও মুখ দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিয়েছিলো ঈশ্বর।
আশা করছিলেন পরীক্ষা পাশের। কিন্তু পরীক্ষার সেই ফল জানা হলো না তার। কারণ পরীক্ষা শেষের কয়েক পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ঈশ্বর। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামে মৃত প্রফুল্ল চন্দ্র সূত্রধরের ছেলে।
এ বছর উল্লাপাড়ার খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সে জিপিএ ৩.৬১ উত্তীর্ণ হয়েছেন। এত কষ্ট ও সংগ্রামের পর নিজের এসএসসি পরীক্ষার অর্জন দেখে যেতে পারলো না সে। এটা সত্যিই অনেক দুঃখজনক।