অভয়নগর উপজেলা প্রশাসন কর্তৃক একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদযাপন কমিটিতে দৈনিক ইত্তেফাকের অভয়নগর সংবাদতদাতা বদরুজ্জামানকে তালিকাভুক্ত করার কারনে হারুন নামে জনৈক ব্যক্তি গাত্রদাহ হয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে, দৈনিক ইত্তেফাক পএিকার অভয়নগর সংবাদদাতা বদরুজ্জামানের চাকরী চলে গেছে এবং তিনি রিপোর্টাস ক্লাবেরএ পরিচয় ভাংগিয়ে চলছেন। এই মিথ্যা স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইত্তেফাকের অভয়নগর সংবাদদাতা বদরুজ্জামান। তিনি বলেন, আমার পাঠানো সংবাদ নিয়মিত ইত্তেফাকে প্রকাশ হচ্ছে এবং অভয়নগর রিপোর্টাস ক্লাবটি কোন নাম সর্বস্ব ক্লাব নয়, এটি একটি তালিকাভুক্ত প্রেস ক্লাব। মুলত যে এগুলো করছে সে মাছ না পেয়ে ছিপ কামড়াচ্ছে। আমি এসকল লোকের কর্মকাণ্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
CBALO/আপন ইসলাম