অভয়নগরে চাচিকে শাবলের আঘাতে হত্যার অভিযোগে ভাসুরের ছেলে আহাদুল ইসলাম বিশ্বাসকে (২৮) আটক করেছে পুলিশ। আটক আহাদুল উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার আকবর বিশ্বাসের পুএ। অভিযোগ সুএে জানা যায়, দিঘীরপাড় গ্রামের মনিরুজ্জামান খোকনের স্ত্রী পারভীন বেগমকে (৪৫) কে গত ১৩ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে আহাদুল ইসলাম বিশ্বাস তুচ্ছ ঘটনায় শাবল দিয়ে পারভীন বেগমকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে খুলনা হেলথি কেয়ার প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে ১৬ ফেব্রুয়ারি বুধবার চিকিৎসাধীন অবস্থায় রাত ১০.০০ টায় মৃত্যু বরন করেন। এ ঘটনায় নিহতের স্বামী মনিরুজ্জামান খোকন বাদী হয়ে বুধবার বিকেলে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ আহাদুল ইসলাম বিশ্বাসকে ওই রাতে গ্রেফতার করে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম বলেন , শাবলের আঘাতে চাচী নিহতের ঘটনায় থানায় মামলা দায়েরের পর মূল আসামি আহাদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।
CBALO/আপন ইসলাম