অভয়নগরের দিয়াপাড়ায় জোর পূর্বক গাছ কর্তনের ঘটনায় যশোর আমলি আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারী ভোর ৫.০০টার সময় উপজেলার দিয়াপাড়া গ্রামের মৃত বারিক মোল্যার পুত্র মোঃ মিজানুর মোল্যা(৪৮) ও মোঃ মফিজ মোল্যা(৩৮), চেঙ্গুটিয়া মহাকাল এলাকার মোঃ রায়হান হোসেনের পুত্র মোঃ ইমরান হোসেন(২৯), দিয়াপাড়া গ্রামের মৃত মিরজান শেখের পুত্র মোঃ আলমগীর হোসেন(৪২), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মীর আলী শেখের পুত্র মোঃ আকবর আলী শেখ(৩৮), দিয়াপাড়া গ্রামের জলিল শেখের পুত্র মোঃ হালিম(৪৫), আজিজ খানের পুত্র ইন্দা খান(৪০), মৃত মোকছেদ আলীর পুত্র তাকির(৩২) জোরপূর্বক মোঃ বাবর আলীর পুত্র মোঃ কামাল হোসেনের(৪০) জমি থেকে ৮০ পিস বিভিন্ন সাইজের মেহগনী গাছ কেটে নিয়ে যায়। যার মুল্য অনুঃ ২,৫০,০০০(দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা) এ ঘটনায় মোঃ কামাল হোসেন অভয়নগর থানায় মামলা করতে গেলে অফিসার ইনচার্জ তাজুল ইসলাম যশোর আদালতে মামলা করার পরামর্শ দেন। সে কারণে কামাল হোসেন ১৮ ফেব্রুয়ারী বিজ্ঞ অভয়নগর আমলী আদালতে মামলা দায়ের করলে আদালত অভয়নগর থানাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
CBALO/আপন ইসলাম