প্রদীপ কর্মকার:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রেসক্লাবের ৩ বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (৩১ মে) উপজেলার প্রেসক্লাাব কার্যালয়ে এক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব গোলাম রাব্বানী সূর্য।
সভায় তাড়াশ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে। এ কমিটি আগামী ৭ দিনের মধ্যে সাধারন সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি মহসীন আলীকে আহবায়ক, সংগঠনের সদস্য ইব্রাহীম হোসেন ও দৈনিক সময়ের আলো এবং ঢাকাটাইমস টুয়েন্টি ফোর ডট কম পত্রিকার তাড়াশ প্রতিনিধি শায়লা পারভীনকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়।