সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

রকিবুল ইসলাম, নওগাঁ  প্রতিনিধিঃ 
আপডেট সময়: বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৫২ অপরাহ্ণ

নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় পলাশ হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলা নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক সড়কের তেরমাইল শ্যামপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত পলাশ হোসেন নওগাঁ সদর উপজেলার চকএনায়েত মহল্লার আইয়ুব হোসেনে  এর ছেলে। নিহত পলাশ নওগাঁর পত্নিতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের একজন ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পলাশ বুধবার অনার্স প্রথম বর্ষের  ইনকোর্স  পরিক্ষা দিতে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কলেজে যায়।

পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মহাদেবপুর তেরমাইল শ্যামপুর বাজারে এলাকায় নওগাঁ থেকে মহাদেবপুর গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ মারা যায়।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানা নেয়া হয়েছে। তবে অজ্ঞাত ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর