পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ। বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রত্যেক শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সসঞ্চালনা করেন বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আসলাম হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম।