শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
আপডেট সময়: বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৪২ অপরাহ্ণ

পারিবারিক বিরোধ নিষ্পত্তি, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পাবনা জেলা পুলিশ বললেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ আলম। পাবনার চাটমোহরে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা১১ ঘটিকায় উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের অমৃতকুন্ডা বাজার চত্বরে ১০ নং বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন বিরোধী জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম আরও বলেন, পর্নোগ্রাফি সন্তানদের চরিত্র গঠনে ব্যাঘাত ঘটানো সহ সন্তানদের প্রতি কঠোর নজরদারি রাখতে হবে অভিভাবকদের। অপরাধ দমনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে বিট পুলিশের মাধ্যমে বাড়ী বাড়ী সেবা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। বিট পুলিশিং সমাবেশের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, সামাজিক শৃঙ্খলা, জমিজমা, পারিবারিক বিরোধ নিষ্পত্তি, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পাবনা জেলা পুলিশ । এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে সর্বদাই দায়িত্ব পালন করছে এবং আগামীতেও করে যাবে। তিনি বলেন, একটি চক্র ডিজিটাল মাধ্যমকে গুজবের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। উস্কানিমূলক বিষয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ফেসবুক ব্যবহারে সতর্ক থাকতে হবে। তিনি সকল স্কুল, কলেজের শিক্ষার্থীদের নূর্নতম ১৮ বছরের আগে ফেসবুক ব্যবহার না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন,মানুষের বিপদে পাশে থাকার জন্যই বিট পুলিশিং কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

বিট পুলিশিং এর লক্ষ্য হলো পুলিশের সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। পাবনা জেলায় ১০৩টি বিট পুলিশিং রয়েছে। প্রতিটি বিট পুলিশিং এ একজন এসআই এর নেতৃত্বে টিম কাজ করছে। সেখানে সরকারি বিশেষ একটি নম্বর বরাদ্দ দেওয়া হয়েছে। আপনাদের যে কোন সমস্যার কথা তাকে জানান। তিনি প্রথমে সমাধানের চেষ্টা করবেন। আপনারা তথ্য দিয়ে তাকে সহযোগিতা করবেন। আইনগত সহায়তা দিতে পাবনা জেলা পুলিশ সবসময় প্রস্তুত। ৭নং মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো: রাসেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও কুদ্দুস মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো: সৈকত ইসলাম, চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন মূলগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক মো: আকেজ উদ্দিন, মো: আব্দুস সামাদ মাষ্টার, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেলালুর রহমান জুয়েল, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ, সরকারী কর্মকর্তা, মসজিদের ইমাম, এনজিও ব্যক্তিত্ব, ব্যবসায়ি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর