‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার ‘ প্রতিপাদ্য পাবনার ভাঙ্গুড়া বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রাম এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ওসি মোঃ আনোয়ার হোসেন ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি( তদন্ত) মো. নাজমুল হক, দিলপাশার ইউনিয়ন নম্বর ৭ এর বিট অফিসার এসআই মোঃ ইব্রাহিম হোসেন।
অনুষ্ঠানে ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদক নির্মূল গুজব রোধে, কিশোর গ্যাং নারীর প্রতি ভায়োলেন্স বন্ধে অগ্রণী ভূমিকা রাখা হবে। এক্ষেত্রে জনগণকে সচেতন হয়ে যে কোন বিষয় পুলিশের নিকট এসে সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম