মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

নীলফামারীতে মাটি চাপা পড়ে ইটভাটা শ্রমিক নিহত

এস.কে হিমেল, নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩০ পূর্বাহ্ণ

নীলফামারীর জলঢাকা উপজেলায় ইটভাটায় কাজ করার সময় মাটির স্তুপ ভেঙে তাতে চাপা পড়ে আব্দুল রহমান কাল্টু (৪৭)নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও এক শ্রমিক আহত হয়। রবিবার(১৪ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ওহেদুল ইসলামের এইচ এন্ড এস নামে ইটভাটায় এই ঘটনাটি ঘটে।নিহত শ্রমিক উক্ত এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইট তৈরির মাটি কাটার সময় মাটির স্তুপ হঠাৎ করে ভেঙ্গে পরলে এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন ও অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহত ওই শ্রমিক পশ্চিম খুটামারা গ্রামের মৃত বেরু বর্মনের ছেলে সুনীল বর্মনকে(৪৫) প্রথমে উপজেলা সরকারি হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর