মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ঐতিহ্যবাহী প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রানার্স আপ দৌলতপুর উপজেলা প্রেসক্লাব। ফাইনাল খেলাটিকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের দফতর প্রধান, উপজেলা পর্যায়ের দফতর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিসহ পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জেলার চৌহালী প্রেসক্লাব, টাঙ্গাইল জেলার নাগরপুর প্রেসক্লাব ও মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ প্রেসক্লাব, সাটুরিয়া প্রেসক্লাব, হরিরামপুর প্রেসক্লাব, সিঙ্গাইর প্রেসক্লাব, ঘিওর প্রেসক্লাব ও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি/ সম্পাদকদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ডিসেম্বর) রাতে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোহাম্মদ আলী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিডি নিউজ এর সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম সাইফুল্লাহ, থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা ছাত্র প্রতিনিধি মোঃ ওমর ফারুক, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ আব্দুর রফিক।শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মাসউদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব আলম রাসেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালমান খান ও কার্যনির্বাহী সদস্য মোঃ আমিনুল ইসলাম।