নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই “প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় উদ্বোধন হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় বক্তারা জানান, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুনিজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফয়জুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর ভাট, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ এর পক্ষে বক্তব্য রাখেন এস আই শাহিন, উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন মাষ্টার, ময়মনসিংহ উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব, নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি কাজী শামসুদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান, উপজেলা বিএনপির নেতা কামরুজ্জামান,ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোঃ এনামুল হক,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, জাকির আহমেদ তুহিন, সহ নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর ছাত্রী প্রজ্ঞা প্রমুখ। পরে উপজেলা চত্বরে র্যালি আয়োজন করা হয়।