বরিশালের আগৈলঝাড়ায় ক্রিকেট টুর্নামেন্টের খেলা নিয়ে হামলায় ১৩জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামে মুক্তিযোদ্ধার নামে ২৪দলের অংশ গ্রহনে ক্রিকেট অনুষ্ঠিত হয়ে আসছে। শনিবার সকালে খেলায় বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের সাথে পাশ্ববর্তী উপজেলা কোটালীপড়ার মাছবাড়ি তরুন সংঘের সাথে অনুষ্ঠিত খেলায় আয়োজক কমিটির সভাপতি জয়রামপট্টি গ্রামের পলাশ দাড়িয়ার একটি সিদ্ধান্ত নিয়ে দুই দলের খেলোয়ারদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
বাকবিতন্ডার এক পর্যায় আয়োজক কমিটির সভাপতি পলাশ দাড়িয়ার নেতৃত্বে শামিম দাড়িয়া, রাসেল দাড়িয়া ও শাহীন দাড়িয়াসহ ২০/৩০ জন মিলে বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের খেলোয়ার ও সমর্থকদের উপর এলোপাথারি হামলা চালায়। হামলায় খেলোয়াড় সোহাগ মিয়া (৩০), নয়ন তালুকদার (৩০), শরিফুল মিয়া (২৪), রাজিব মিয়া (২০), পারভেজ মিয়া (২৪), সজিব মিয়া (২৪), এমদাদুল হক খান (৩৪), শহিদুল মোল্লা (৩২), জামাল মিয়া (৩২), আশ্রাফুল মিয়াসহ (২০) ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে ১০জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
CBALO/আপন ইসলাম