সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা জাসাস এর পরিচিতি সভা, জাসাস বিএনপি গোলাপ ফুল বললেন প্রধান অতিথি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব নির্বাচিত হলেন আনোয়ার হোসেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোর রেড টিম আটোয়ারীতে ‘মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন’-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ আলীকদমে মাতামুুহুরী নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু ভৈরব নদীতে নৌকা বাইচে উৎসবের জোয়ার, দর্শনার্থীর ঢল সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জনবীমী’র পিঠা ও আনন্দ উৎসব 

গভীর রাতে ১০০ একর লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মিজানুর রহমান মহেশখালী কক্সবাজার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৫৪ অপরাহ্ণ

কক্সবাজার চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চল বদরখালী ইউনিয়নের ২নং বড় লবণ মাঠে  প্রায় ১০০একর লবণের মাঠের লবণ উৎপাদন কাজে ব্যবহৃত পলিথিন রাতের আধাঁরে কেটে দিয়েছে দূর্বৃত্তরা। গত ৮  ফেব্রুয়ারী ফের  দিবাগত বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির আওয়াতাধীন ২নং বড় লবণ মাঠ মৎস প্রকল্পের লবণ মাঠে  গভীর রাতে একদল দুর্বৃত্ত লবণচাষীদের এসব পলিথিন কেটে দেয় বলে জানিয়েছন ভুক্তভোগীরা। এতে লবণচাষীদের দুই বার পলিথিন কেটে পেলায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এক দিকে লবণের বর্তমান মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি সেখানে ৫০ লাখ টাকার ক্ষতির ফলে লবণ চাষ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন লবণ চাষী মোঃ নেছার, মোঃ নেজাম উদ্দিন,মোঃ হাসান,নাছির উদ্দিন,মোঃ রশিদ,শামশুল আলম,রুহুল কাদের,আবু ছিদ্দিক,মোকতার,মোবারক,তুহা। ক্ষতিগ্রস্ত লবণ চাষীরা  আরো বলেন পূর্বশুক্রতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় একটি চক্র। তারা ইতিপূর্বে আরো কয়েকবার করে ক্ষান্ত হয়নি এবারও পুনরায় ঘটিয়ে ক্ষতি সাধন করেছে। এদিকে এঘটনার নিন্দা জানিয়ে উপযুক্ত শাস্তি দাবী করেছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত লবণ চাষীদের লবণ মাঠের পলিথিন কেটে ফেলার ঘটনা পরির্দশন করেন বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি মোশারফ হোসেন,এ এস আই জাহাংগীর আলম।
এ বিষয়ে বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির সম্পাদক নুরুল আমিন জনি,বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর,বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির সহ-সভাপতি আলী মোহাম্মদ কাজল,এহেছানুল কাদের চৌধুরী সাব্বির,২নং বড় লবণ মাঠের আড়তদার জাফর আলম  বলেন, রাতের আধাঁরে এভাবে কৃষকের এতোবড় ক্ষতিসাধন করা অনেক বড় অপরাধ। তারা এ ঘটনার দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর