জামালপুর জেলার মেলান্দহ পৌরসভা নির্বাচনেকে সামনে রেখ নৌকার পক্ষে ( শফিক জাহেদী রবিন নৌকা প্রতিক) প্ররচারে আজ ১০-ফেব্রুয়ারি দুপুর ১২-টায় পাচ শতাধীক অটোরিক্সার মিছিল হয়েছে। অটোরিক্সা মেলান্দহ পৌরশহরের প্রোধান প্রোধান সড়ক দিয়ে মিছিল টি মেলান্দহ সিএনজি ষ্টান্ডে সমাপ্তি হয়েছে। উক্ত নৌকার মিছিল টি পরিচালনা করেন জাতীয় শ্রমিকলীগ মেলান্দহ উপজেলা শাখার সাধারন সম্পাদক রন্জু মোল্লা ও রবিজুল ইসলাম সভাপতি জাতীয় শ্রমিকলীগ মেলান্দহ শহর শাখা। প্রকাশ থাকেযে আগামী ১৪–ফেব্রুয়ারি মেলান্দহ পৌরসভা নির্বাচন অনুষ্টিত হবে।
CBALO/আপন ইসলাম