নাম বরাদ আলী,বয়স ৫০ বছর। সে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের শ্রীরামের পাড়া গ্রামের মৃত তাহের আলী ফকিরের ছেলে। বরাদ আলীর পরিবার সুত্রে জানা যায়, স্ত্রী জোসনা ,১ পুত্র সোহাগ,১ কন্যা রাবেয়াকে নিয়ে দিন মজুরী করে সংসার যুদ্ধে দিনাতিপাত করছিল। জমিজমা বলতে ২ শতক মাত্র বসত বাড়ি।শরীরের ঘাম ঝরিয়ে দিন মজুরী করে মেয়ে রাবেয়াকে বিয়ে দিয়েছেন। আর ছেলে সোহাগ (১৪) স্থানীয় একটি হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। এমন জীবন যুদ্ধে চলতে থাকায় প্রায় ৩ বছর ধরে শারীরিক বিভিন্ন সমস্যা ও অসুখে ভুগছিল বরাদ আলী। আপন জনদের দেয়া টাকায় আর অন্যান্যদের সহযোগীতায় চলছিল এতদিন তার চিকিৎসা। সম্প্রতি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তিরত চিকিৎসায় জানা যায়, তার হার্টের চরম সমস্যা হয়ে গেছে। খুব দ্রুত তাকে অপারেশন করাতে হবে। চিকিৎসারত ডাক্তার জানিয়েছেন, এতে ব্যয় হবে প্রায় সাড়ে ৩ লাখ টাকা। সাড়ে ৩ লাখ তো দুরের কথা ১০ হাজার টাকা জোগাড় করা এখন তার পরিবারের জন্য অসাধ্য।
তাই তার পরিবারের আকুতি, এত টাকা জোগাড় করা গরীব সংসারে কখনই সম্ভব হবে না। চিকিৎসার অভাবে হয়তো একদিন এভাবে নিভে যাবে তার জীবন প্রদীপ! তাই দিন মজুর,অসহায়,নি:স্ব বরাদ আলীকে বাঁচাতে দেশের স্বহৃদয়বান, বিত্তবানদের কাছে সহায়তার আবেদন করেছেন তার স্ত্রী জোসনা ও ছেলে সোহাগ। বরাদ আলীর হার্টের অপারেশন সহ চিকিৎসায় দানশীল বা বিত্তবানরা দয়া করে এগিয়ে এলে তার পরিবার আজীবন কৃতজ্ঞ থাকবেন। যে ব্যক্তি এতদিন ঘাম ঝরিয়ে পরিবারের মুখে আহার যোগান দিত, আজ সে চোখের সামনে শুকিয়ে ক্রমেই নিস্তেজ হয়ে যাচ্ছে। অথচ অর্থের অভাবে তার অপারেশন বা চিকিৎসা করাতে পারছেন না স্ত্রী,সন্তানেরা।
এ প্রতিনিধির কাছে অসহায় পরিবারটি কান্না জড়িত কন্ঠে আরও বলেন,আপনারা দয়া করে একটু পেপারে লেখেন। এই লেখা দেখে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন অসহায় বরাদ আলীর সুচিকিৎসার ব্যবস্থা করেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : বিকাশ নাম্বারঃ ০১৭৩৯-৬৯৯০৫২
CBALO/আপন ইসলাম