আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনায় ভোটারদের সাথে গণসংযোগের লক্ষ্যে শতেক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা করছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন মাষ্টার। সে ধুবড়িয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।
আওয়ামী রাজনীতির সাথে অতপ্রত ভাবে জড়িত শিহাব মাষ্টার। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ে। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে সর্বদা নিজেকে জড়িত রাখেন।
মো. শিহাব মাষ্টার বলেন, আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুবড়িয়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয় চাইবো। দল আমাকে মনোনয়ন দিলে আমি দলকে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদটি উপহার দিতে পারবো। আমি আমার ইউনিয়ন বাসী সহ সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করি।
CBALO/আপন ইসলাম