রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

তরুণীদের বাসায় আটকে যৌন ব্যবসা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ

দুই তরুণীকে বাসায় আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছিল। চট্টগ্রাম নগরীর একটি বাসায় যৌন ব্যবসা চালানোর অভিযোগে মো. হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার নগরীর আগ্রাবাদ মিস্ত্রিপাড়া এলাকা থেকে পুলিশ তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, এক তরুণী তার পোশাক শ্রমিক ভাইয়ের বাসায় থাকতেন। প্রতিদিন তিনি ভাইকে খাবার দিয়ে আসতেন। গত মঙ্গলবার দুপুরে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। এ ব্যাপারে তার ভাই চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

ওসি আরও বলেন, পরবর্তীতে এক ব্যক্তির কাছ থেকে তার অবস্থানের খবর পেয়ে গতকাল রোববার ওই তরুণীর ভাই আমাদের জানান। এরপর নগরীর ওই বাসায় অভিযান চালানো হয়।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি মহসীন বলেন, ভাইকে প্রতিদিন খাবার দিতে যাওয়া আসার পথে বেলাল নামে এক যুবকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। বেলাল তাকে চাকরির প্রলোভন দেখিয়ে মিস্ত্রীপাড়ায় এনে জাহাঙ্গীর ভবনের পঞ্চম তলায় আটকে রাখে। সেখানে বেলাল, মোসলেহ উদ্দিন, হাসান ও বেলাল হোসেন মিলে তাকে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে। এ ঘটনায় তরুণীর ভাই চারজনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর