রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ফলোআপ ; আপত্তিকর অবস্থায় দেখে হত্যা ; প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

এম ইদ্রিস আলী সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০২ অপরাহ্ণ

সাতক্ষীরার কলারোয়ায় প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার এর ঘটনা আত্মহত্যা নয় এটি হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্বামী ও তার ছোট দেবরকে আটক করেছে ৷ সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া শ্রীপতিপুর নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশ থেকে হত্যায় ব্যবহৃত রড ও আলামত উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন নিহত ফাতেমার স্বামী বাকপ্রতিবন্ধী শেখ আহসান ও তার আপন ছোট ভাই শেখ আসাদ ৷ এ ঘটনায় সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাউদ্দিন বলেন, নিহত ফাতেমার সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কে ছিল শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পারের ছেলে নিহত করিম পারের সাথে৷ ঘটনার দিন রাতে নিহত ফাতেমার শ্বশুরবাড়ির পরিত্যক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় দুজনকে দেখেন তার স্বামী৷

 

নিহত ফাতেমার বাক প্রতিবন্ধী স্বামী ও তার ছোট দেবর আসাদের সহযোগিতায় প্রথমে দুজনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে৷ পরে নিহত ফাতেমার ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে দুজনকে এক আম গাছের ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে তারা ৷ এ ঘটনায় নিহত করিমপারের বাবা জয়নাল পার একটি মামলা দায়ের করেন তারই প্রেক্ষিতে ২৪ ঘন্টার ভিতরে ঘটনায় জড়িত থাকা প্রধান ২ আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তাদেরকে হত্যা মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে আরো জানিয়েছেন সদর সার্কেল।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর