সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

ই-পেপার

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩০ অপরাহ্ণ

নাটোরে আওয়ামী লীগ ছেড়ে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য মো. সুরুজ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে ভয়াবহ আওয়ামী দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে রক্ষা পেতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই।

দুলু আরও বলেন, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের বিজয় খুবই সন্নিকটে বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর