ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারি বাজারের উত্তরে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বােতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ।রুহিয়া থানা সুত্রে জানা যায়,
শুক্রবার ভােরে রুহিয়া থানার এস আই মােঃ মনির হােসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স গােপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া ইউনিয়নের সেনিহাড়ী গ্রামে অভিযান চালায় । অভিযানে পরিত্যক্ত অবস্থায় আসামী বিহীন স্কুলব্যগে থেকে ৯৪ বােতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে ।
এ ব্যাপারে রুহিয়া থানায় একটি জিডি করা হয়েছে যার নং- ১৬০ তারিখ ০৫ ২০২১। বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়।
CBALO/আপন ইসলাম