শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

ই-পেপার

দেওয়ানগঞ্জ পৌরসভায় বিএনপি’র এক প্রার্থী সহ মেয়র প্রার্থী ৭ জন

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৬ অপরাহ্ণ

‘জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ২ ফেব্রুয়ারি মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন রির্টানিং কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

জানা গেছে, ৫ম ধাপে ৩১টি পৌরসভার নির্বাচনের মধ্যে ২৮ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ পৌরসভা ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।মেয়র- প্রার্থী ৭ জন হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফারিন হোসেন,  বিএনপির দলীয় প্রার্থী সাদেক আকতার নেওয়াজী , স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ কমিটির সদস্য শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, সদস্য শাহ নেওয়াজ শাহান শাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন ও দেওয়ান বেলায়েত হোসেন বেলাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর