টাঙ্গাইলের মধুপুরে পৌরসভার নির্বাচন শনিবার (৩০ শে জানুয়ারি) অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর পৌরসভার নির্বাচনে ২ নং ওয়ার্ডে বিপুল ভোটে কাউন্সিলর হিসেবে বিজয়ী হলেন তারুণ্যের অহংকার ও নিঃস্বার্থ সমাজসেবক বিল্লাল হোসেন।
বিজয়ী কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, “আমাকে ওয়ার্ডবাসীরা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এ জয় আমার একার নয় ;এ জয় গোটা ওয়ার্ডবাসীর। আমি সকলের সুখে-দুঃখে পাশে দাড়াতে চাই। আমার ওয়ার্ডকে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বদা সত্য ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো।”
ওয়ার্ডবাসীরা জানান, “বিল্লালকে কাউন্সিলর হিসেবে পেয়ে আমরা খুবই খুশি এবং আনন্দিত। আমরা আশা করি উনি আমাদের ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।
CBALO/আপন ইসলাম