এইচএসসির পরীক্ষাবিহীন ফলাফলে বরিশালে শিক্ষাবোর্ডে পাশের হার শতভাগ। এবছর পাঁচ হাজার পাঁচ’শ ৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শনিবার বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবাদিকদের হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনের জন্য ৬৮ হাজার নয়’শ ২০ জন শিক্ষার্থী আবেদন করেছিলো। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার পাঁচ’শ ৬৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো এক হাজার দুই’শ একজন শিক্ষার্থি। গত বছরের চেয়ে এবছর চার হাজার ছয়’শ ৬৭ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছে।
বিকেলে বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এবছরের ফলাফলে কেউ হতাশ হবেনা। তারপরও ফলাফলের ব্যাপারে কারো আপত্তি থাকলে আগামী সাতদিনের মধ্যে টেলিটকের মাধ্যমে রিভিউ করার সুযোগ পাবেন। এরআগে পুণঃনিরীক্ষার জন্য প্রতি বিষয়ে টাকা লাগতো। এবছর ১২৫ টাকায় তা হয়ে যাবে।
CBALO/আপন ইসলাম