ময়মনসিংহের নান্দাইলে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে অবসান হলো নৌকার মনোনয়ন পাওয়ার যুদ্ধ। শেষ পর্যন্ত নৌকার মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দীন ভূইয়া। শনিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড কর্তৃক এ ঘোষনা দেওয়া হয়। এর আগে নৌকার মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন বর্তমান পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক উদ্দিন ভূইয়া, পৌর কাউন্সিলর (প্যানেল মেয়র) শাহ আলম হেলিম মাহিন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রাশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহান, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.সারোয়ার জামান জনি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নান্দাইল শাখা সেক্রেটারী আহসান কাদের মাহমুদ ভূইয়া। উল্লেখ্য,আগামী ২৮ ফেব্রুয়ারী পৌরসভার ৯টি ওয়ার্ডে মধ্যে মোট ২৩ হাজার ২২৩ জন ভোটা নিয়ে শুরু হবে ভোটযুদ্ধ অংশ নিবেন তিনি।
CBALO/আপন ইসলাম