ছুটির দিনের সকালে একটু থামা,বিচ্ছিন্ন বিরাম,
নতুন ভাবে শ্বাস ভরে নেওয়া,কিছুটা আরাম,
অবসরের পেয়ালা, হালকা চুমুক চায়ে,
অঘ্রাণী ফুলকো লুচি, আলু কপি ভাঁজা,
পত্রিকা সরগরম, তরজা তাজা,
আড্ডা গুলতানি, হরেক বিষয় তাতে,
পালংশাক চচ্চড়ি, জিওল মাছ আর মাংস পাতে,
আহারের শেষে কমলালেবু সুমিষ্ট কোঁয়া,
সন্ধ্যায় কেক, বিস্কুট আর গরম কফির ধোঁয়া-
সঙ্গে যদি হয় জয়নগরের মোয়া,
হরিয়ালি মুরগির সঙ্গে রুমালি রুটি আহা!
এসব দিয়ে রাতের ভোজন জমবে তো বেশ-
ঢেকুর তোলার শেষে, আসবে ঘুমের রেশ,
নিদ্রার তালে তাল দিয়ে , গভীর হবে রাত,
উদিত সূর্যের সাথে সাথে –
নিয়ে আসবে ব্যস্ত প্রভাত। ।
CBALO/আপন ইসলাম