দেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্থ হইলে
সর্বদাই দেহ জ্বালাতন করে।
কিন্তু,
প্রিয়জন দূরে সরে গেলে
সে ব্যথা কলিজার ভিতর –
বল্লমের মত আঘাত হানে
ভেঙে যায় মন।
ঝড়ো বাতাসে দুমড়ে মুচড়ে যাওয়া বৃক্ষের মত
মন ভেঙে ক্ষত-বিক্ষত হয়ে যায়
তবুও তারে ভোলা নাহি যায়।
পড়ে থাকে দেহ খানি-প্রাণ যায় বুঝি
হারানোর ব্যথা সইতে অক্ষম প্রাণ-
তবুও তারে ভুলিতে নাহি চায়।
মন থাকে সর্বদাই তার খোঁজে-
অবশেষে ক্লান্ত হয়ে নির্জীব হয়ে পড়ে দেহ
তবু ভোলেনা তারে।
ইহাই মায়ার বাঁধন, ভালবাসার টান
দেহ থেকে প্রাণ আলাদা হবে সরে।
কিন্তু,
প্রাণ থাকতে বাঁধন, কভু আলাদা হবে নাক চিড়ে।
CBALO/আপন ইসলাম