কে,এম আল আমিন :
মঙ্গলবার মধ্যরাত থেকে টানা বৃষ্টি ও তার দু’দিন আগের প্রবল বৃষ্টিতে সিরাজগন্জের সলঙ্গা থানার বেশ কিছু নীচু এলাকা প্লাবিত হয়ে কৃষকের পাকা ধান পানিতে হাবুডুবু খাচ্ছে। এক দিকে ঈদের আমেজ অপর দিকে শ্রমিক সংকটে কৃষেকরা দ্বিগুন টাকা দিয়ে শ্রমিক কিনে ডুবে যাওয়া মাঠের ধান কাটতে শুরু করেছেন।
বানভাসী এলাকা হিসেবে পরিচিত থানার নলকা ইউনিয়নের বোয়ালিয়া বিলের মধ্যে বোয়ালিয়ার চর,এরান্দহ গ্রামের কৃষকদের কাটা ধান ছিল।হঠাৎ রাতের প্রবল বর্ষনে বিলের মধ্যে একবুক পানি হয়ে কাটা ধান নদীতে ভেসে চলে গেছে বলে অনেকেই আক্ষেপ করে জানান। এ ছাড়াও ঘুড়কা ইউনিয়নের বাগনি বিল, ভুড়ভুড়িয়া বিল,ধুবিল ইউনিয়নের বেতুয়ার বিল,রামকৃষ্ঞপুর ইউনিয়নের কচিয়ার বিল,হাটিকুমরুল ইউনিয়নের শাওপাড়া বিল, সলঙ্গার বনবাড়িয়া বিল সহ অনেক নিচু এলাকার পাকা ধান হঠাৎ বৃষ্টিতে ডুবে গেছে।
ডুবে যাওয়া ধানগুলো দু’একদিনের মধ্যে কাটা না হলে চরম ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা। তাই কৃষকদের মাঠে ডুবে যাওয়া ধানগুলো ইতিমধ্যেই কৃষেকরা পানির ভিতরে কাটা শুরু করেছেন বলে সরেজমিনে দেখা গেছে।