টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ জানুয়ারি) বিকালে বিভিন্ন বালুর ঘাটে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে উপজেলা কার্যালয়ে এনে প্রতিজনকে ১ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এরা হলো- পলশিয়া গ্রামের নববছ মণ্ডলের ছেলে মোঃ জাহিদুল মন্ডল, ফজলুল হকের ছেলে সেখ মিজান, আব্দুল আলিমের ছেলে মমিন মন্ডল,পাটিতাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে আল মামুন।এ সময় অভিযান পরিচালনা করেন উলজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন।
CBALO/আপন ইসলাম