জিয়াউল হক জিয়া:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন এর নানা মিয়াপাড়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদের বিশাল তাফসীরুল কোরান মাহফিল ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নানা মিয়াপাড়া সীরাত ময়দানে এক দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রস্তুতি প্রায় শেষ । মাহফিলের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবেন সাবেক ইউপি সচিব,নানা মিয়াপাড়ার সম্মানিত মুরুব্বী জনাব ছৈয়দুর রহমান। প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বাংলাদেশের সাড়া জাগানো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুরআন ও হাদিসের অন্যতম যুক্তিবাদী বক্তা হযরত মাওলানা মুফতি আমির হামজা,কুষ্টিয়া। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন দক্ষিণ চট্রলার গৌরব কোরআন ও হাদিসের বিশেষ আলোচক সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উপধক্ষ্য হযরত মাওলানা শফিউল হক জিহাদী চকরিয়া।
বিশেষ মেহমান হিসাবে মূল্যবান তাসরিফ পেশ করবেন আরটিভির ধর্মীয় আলোচক হযরত মাওলানা হোসাইন আহাম্মদ মাহাফুজ, চুয়াডাঙ্গা। আরো তসরিফ পেশ করবেন নানা মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হারুনুর রশিদ । উক্ত মাহফিলে মহিলাদের জন্য বিশেষ সুবিধা ও নিরাপত্তা সহিতে আলাদা প্যান্ডেলে সরাসরি প্রজেক্টর মাধ্যমে সম্প্রসারিত হব। উক্ত বিশাল মাহাফিলে ধর্মীয় কোরআন প্রেমীদের দ্বীনি দাওয়াত রইলো এবং কুরআনী স্লোগানে দলে দলে,মিছিলে মিছিলে যোগদান করে মাহফিল কে সফল ও সার্থক করার জন্য মাহফিল কমিটির সবিনয় অনুরোধ করেন।
CBALO/আপন ইসলাম