রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলার গৌরনদী উপজেলা প্লাটফরমের শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে স্থানীয় সিসিডিবির হলরুমে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও রাইটস্ যশোর এর যৌথ আয়োজনে ইউএসএআইডি এবং ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা প্লাটফরমের সহ-সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা।
আভাসের প্রজেক্ট কর্মকর্তা নাসরিন খানমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাইনরিটি রাইটস্ ফোরাম বাংলাদেশে’র পৌর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিশ মারান্ডী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, নতুন দিন প্রকল্পের উপজেলা সমš^য়কারী মিথুন সিকদার, ইউপি সদস্য অমলা রানী বিশ্বাস, শ্রমিক নেতা মোঃ ফরিদ উদ্দিন, সাংবাদিক হাসান মাহামুদ, নারী নেত্রী মাধুরী রানী দাস, রুশিয়া বেগম প্রমূখ।
CBALO/আপন ইসলাম