অনলাইন ডেস্ক:বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন, হাইকোর্ট মাজারসহ কয়েকটি জায়গায় তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ব্যাংক, শেয়ারবাজার লুট করেছে। তারা এখন টাকা বানাতে ব্যস্ত। দুর্যোগে তারা কখনোই মানুষের পাশে দাঁড়ায় না। যারা মানুষের পাশে দাঁড়ায়, তারা হচ্ছে বিএনপি। এই করোনা মহামারি ও শীতে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আজকে জিয়াউর রহমানের বিরুদ্ধে নিশিরাতে ভোট ডাকাতির সরকার নানা ধরনের কুৎসা রটাচ্ছে। তারা তো কখনোই ভালো লোককে ভালো বলবে না। আমরা এক ভয়ঙ্কর প্রতিকূল অবস্থার মধ্যে দিন যাপন করছি। এ রকম পরিস্থিতির মধ্যেও বিএনপি এবং বিএনপিকে যারা ভালোবাসে তারা প্রত্যেকেই এই শীতের মাঝেও অসহায় মানুষের পাশে আছে।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. আব্দুস সালামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ডা. খালেকুজ্জামান দুদ, সদস্য সচিব ডা. হাসনুল আলম শামীম, বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।
CBALO/আপন ইসলাম