শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে কৃষক সমবায় সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২০ জানুয়ারি, ২০২১, ৭:৫৪ অপরাহ্ণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে গুঞ্জরমারী আইএফএমসি কৃষক সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গুঞ্জরমারী আইএফএমসি কৃষক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সমিতির নিজস্ব অর্থায়নে বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার গুঞ্জরমারী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সমিতির তালিকাভুক্ত ১০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান উপস্থিত থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।

শীতবস্ত্র বিতরণের পুর্বে সমিতির সভাপতি শামীম আকতার মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ পইমুল ইসলাম সংগঠনের কার্যক্রম ও কর্মপরিকল্পনা সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য রাখেন। সংগঠনটিকে আরো বেগবান করে এলাকার কৃষকদের উন্নয়নে দৃষ্টান্ত ভুমিকা রাখবে বলে অতিথিবৃন্দ আশা ব্যক্ত করে সহযোগিতার আশ্বাস দেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গুঞ্জরমারী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী, কৃষকের পক্ষ থেকে মোঃ আজর আলী প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ, এলাকার সুধিবৃন্দ,শীতার্তরা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণন উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর