শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে করোনা টিকা ফ্রিজিং প্রস্তুতি সম্পন্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১, ৭:৪৫ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলায় প্রথম পর্যায়ে ৫০ হাজার করোনার টিকা পাওয়ার জন্য মন্ত্রণালয় অনুমোদন করেছে। তবে জেলা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ছয় লাখ টিকা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

আর করোনার টিকা পাওয়ার তালিকা সংগ্রহের জন্য ‘ফরম’ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। যা আগামী ২ফেব্রুয়ারির মধ্যে জেলা প্রশাসকের দফতরে পাঠানোর নির্দেশ রয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসে গিয়ে দেখা গেছে, এখানে করোনার টিকা সংরক্ষণ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। সেজন্য ইউনিসেফের দেওয়া ডব্লিউ আইসি (ওয়াক ইন কুলার) এবং আইএলআর (আইস লেইয়িং রেফ্রিজারেটর) ডিপ ফ্রিজ, অটো জেনারেটর অত্যাধুনিক কন্ট্রোল প্যানেলে স্থান নির্ধারণ করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কোল্ড চেইন টেকনিশিয়ান রফিকুল ইসলাম বলেন, যথারীতি ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় আমরা এই টিকা রাখতে পারবো।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর