নিজস্ব প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে নাগরপুর উপজেলা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দো’আ মাহফিলের আয়োজন করেন। উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী এ্যাড.গৌতম চক্রবর্তী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিন, ভাদ্রা ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফনির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মেদ খান, সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, মো. নাজমুল হক স্বাধীন, মো. নজরুল ইসলাম, আলীম মাহমুদ এলিম, মো. ইকবাল কবীর, মো. আরিফুল ইসলাম নবা, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক আবুল কাসেম মানিক, ছাত্রদলের সিনিয়র সভাপতি মো. গোলাম মোস্তাফা গোলাম, মহিলা দলের সম্পাদিকা লাইলা আরজুমান ভানু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমান সাদিক, কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর রাসেল প্রমুখ।
প্রধান অতিথি এ্যাড.গৌতম চক্রবর্তী বলেন , ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি জিয়াউর রহমান বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তাঁর ডাকনাম ছিল কমল। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীরউত্তম খেতাবে ভূষিত করেন। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি প্রতিষ্ঠাতার অবদান স্মরণ করেন। সেইসঙ্গে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন।
CBALO/আপন ইসলাম