শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

ই-পেপার

উত্তর রামপুর দাখিল মাদরাসা’র শিক্ষক আফতাবর রহমানের দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১, ১২:০৮ অপরাহ্ণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার উত্তর রামপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (শারীরীক), আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, সর্বদা হাস্যোজ্জল,সদালাপি, নিরহংকার ব্যক্তি মোঃ আফতাবর রহমান (৪৫) সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাগেছে, আফতাবর রহমান ব্যক্তিগত কাজের জন্য ১৭ জানুয়ারি (রবিবার) উপজেলার রামপুর গ্রামের বাড়ি হতে বের হয়ে আটোয়ারী প্রধান ব্যবসা কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে আসেন। বাজারে বুকের ব্যাথা অনুভব হলে সাথে থাকা বন্ধুদের জানান। বন্ধুরা তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতিক লক্ষ্য করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে নেয়ার পরামর্শ দেন। আফতাবর রহমানকে সাথে সাথে এ্যাম্বুল্যান্স যোগে রংপুরে নেয়া হয়। পরদিন সোমবার (১৮ জানুয়ারি) বেলা সোয়া ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

আফতাবর রহমানের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী, এলাকাবাসী ও হিতাকাক্সখীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আর পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় বুক চাপড়ানো আর্তনাদ। আফতাবর রহমান উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের পুত্র। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ কন্যা সন্তান ও ,১ পুত্র সন্তান, বাবা-মা, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আফতাবর রহমানের অকাল মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উত্তর রামপুর দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাববৃন্দ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ সহ দলের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুম আফতাবর রহমানের জানাযার নামাজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাদ যোহর ( বেলা ২.৩০ মি:) উত্তর রামপুর দাখিল মাদরসা মাঠে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর