মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
অভয়নগরের বাসুয়াড়ি গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে পরিবারের অন্য সদস্য কর্তৃক জামির ফারাজীকে কুপিয়ে মারাত্মক আহত করার ঘটনা ঘটেছে। আহত জামির বাসুয়াড়ি গ্রামের সালাম ফারাজীর পুত্র। জানা গেছে, ১৬/০১/২১ইং তারিখ সকাল ৮.০০টার সময় বাসুয়াড়ি গ্রামে নিজ বাড়িতে জায়গা জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মেজো ভাই শহীদুল ফারাজী(৩১) বড় ভাই সাইফুল ফারাজী(৪০) ও পিতা সালাম ফারাজীর(৬০) সহায়তায় জামির ফারাজীকে রামদা দিয়ে কুঁপিয়ে মারাত্মক আহত করে। আহতকে পরিবারের অন্য সদস্যরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী বিভাগের সহকারী ডাঃ হান্নান বলেন, আহতের শরীরের বামহাতে একই স্থানে দুইটি কোপের বড় ক্ষত রয়েছে। বাসুয়াড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর মোঃ ইদ্রিস বলেন, আমি জামিরকে আহত করার ঘটনা শুনেছি, জায়গা জমি নিয়ে পূর্বেও পিতা-ভাই কর্তৃক তাকে মারপিটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভয়নগর বাসুয়াড়ি ফাঁড়ির ইনচার্জ এস.আই ইকবাল বলেন, জামির ফারাজীর স্ত্রী বাদী হয়ে ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন।
CBALO/আপন ইসলাম