রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা জাসাস এর পরিচিতি সভা, জাসাস বিএনপি গোলাপ ফুল বললেন প্রধান অতিথি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব নির্বাচিত হলেন আনোয়ার হোসেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোর রেড টিম আটোয়ারীতে ‘মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন’-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ আলীকদমে মাতামুুহুরী নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু ভৈরব নদীতে নৌকা বাইচে উৎসবের জোয়ার, দর্শনার্থীর ঢল সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জনবীমী’র পিঠা ও আনন্দ উৎসব 

বরিশালে সাবেক এমপি স্বপনের বাড়িতে হামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১, ৫:৫১ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন ¯^পনের নগরীর ভাটিখানার বাড়িতে রবিবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বেশকিছু চেয়াল ভাংচুর করেছে। হামলায় বিএনপির ১৫জন নেতাকর্মী আহত হয়েছেন।জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু জানান, আসন্ন গৌরনদী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করছিলেন সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন। এসময় সেখানে গৌরনদী পৌরসভার বিএনপি দলীয় মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহীর সাজ্জাত হান্নান, জেলা উত্তর মহিলা দলের সভাপতি তাসলিমা বেগমসহ নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন। সভা চলাকালীন সাবেক সাংসদের সরিকল ভবনের বাড়িতে অতর্কিতভাবে সরকার দলীয় নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় ছাত্রদল নেতা হাফিজুর রহমান, রাসেল খন্দকার, রোকনুুজ্জামান, রাজিব খানসহ কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা দ্রুত সটকে পরে। হামলার পরপরই সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, আমি আমার গৌরনদী উপজেলার নেতাকর্মীদের সাথে নগরীর ভাটিখানার বাড়িতে মতবিনিময় সভা করছিলাম। ঠিক তখনই আমার বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়।

সাবেক সাংসদ আরও বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের কতিপয় নেতার অত্যাচারে নিজ গ্রামে মায়ের কবর জিয়ারত করতে পর্যন্ত যেতে পারছিনা। এলাকায় গেলে বার বার হামলার শিকার হতে হচ্ছে। ফলে এলাকায় না গিয়ে বরিশাল নগরীর নিজ বাসায় বসে নির্বাচন পরিচালনা কমিটি ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করার সময় হামলা ও ভাংচুর চালিয়ে সেই অধিকারটুকুও কেড়ে নেয়া হয়েছে। তিনি বলেন, বরিশালের বাসায় এসে যদি হামলার শিকার হতে হয়, তাহলে গৌরনদীতে যাওয়া এবং সেখানকার পৌর নির্বাচন কি ধরনের স্বচ্ছ হতে পারে, তা হামলার মাধ্যমে পুরোপুরি তারা প্রকাশ করে দিয়েছে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) মো. সগির হোসেন বলেন, হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। ওসি আরও জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটকীয় এ হামলার সাথে সরকার দলীয় নেতাকর্মীদের কোন যোগসাজস নেই দাবি করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, বিএনপির অ্ভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের নিজেদের মধ্যে কোন ঘটনা ঘটে থাকতে পারে। যার দায়ভার এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাঁপিয়ে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর