চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে। প্রভাবশালী ব্যক্তিরা উচ্ছেমতো সরকারি জায়গা দখল করে ঘর-বাড়ি,দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রশাসনের নাকের ডগায় এই দখলবাজি চললেও কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সরেজমিন পরিদর্শন করে জানা গেছে,উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারের পাশে রাস্তা সংলগ্ন সরকারি জায়গা রাতারাতি দখল হয়ে যাচ্ছে।
উপজেলার মথুরাপুর ইউনিয়নে তেনাপীর তলা এলাকায় সরকারি জায়গা দখল করে ৫/৭টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া জেলা পরিষদের গাছসহ জায়গা দখল করে এক ব্যক্তি কাটা তার দিয়ে ঘিরে দখলে রেখেছে। চাটমোহর-পাবনা সড়কের এই জায়গায় প্রকাশ্যে দখলদাররা অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কোন কিছুর তোয়াক্কাই করছেন না। অথচ এ ব্যাপারে প্রশাসনের কোন প্রকার মাথাব্যাথা নেই।
এদিকে উপজেলার রেলবাজার,মুলগ্রাম বাজার,কুয়াবাসী,হিরিন্দি.বনগ্রাম.পার্শডাঙ্গা,মহেলা,হান্ডিয়াল,ছাইকোলা,বামনগ্রাম,হরিপুরসহ বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট,ঘর-বাড়ি। ফলে সাধারণ মানুষ,যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য পাবনা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।