রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের অচল মান্নাফের নেই মাথা গোজার মত ঠাই। রোদ, ঝড়, বৃষ্টি কিংবা তীব্র শীতে, জরাজীর্ণ গোয়ালের মত একটি ঘরই মাথা গোঁজার ভরসা।
দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগেনি এ সকল মানুষের মাঝে।
সকল গৃহহীনকে ঘর দেয়ার ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হচ্ছে না কতিপয় অসাধু জনপ্রতিনিধির কারনে এমনটি জানিয়েছেন সচেতন মহল।
১৪ জানুয়ারি দুপুর ১টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুঃ আল আমিন বাকলাই এর নিজ ফেসবুকে দেয়া একটি স্টাটাস দেখে চোখ আটকে যায় অনেক সচেতন সুনাগরিকের।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, “দাপ্তরিক কাজে গিয়েছিলাম জীবনদাশকাঠি। সেখানে দেখ হলো রহিমা বেগমের সাথে। অচল স্বামীকে নিয়ে এই ঘরে বসবাস করেন। আমরা যারা দালান- কোঠা- ইট- পাথরে থেকে শীত আটকাচ্ছি একবারও কি ভাবছি এদের শীত কেমনে কাটছে, আসছে বর্ষাকাল কেমনে কাটবে। রহিমা বেগম, স্বামী মন্নাফ,গ্রাম জীবনদাশকাঠী,ইউনিয়ন গালুয়া,রাজাপুর, ঝালকাঠি।”
এ বিষয়ে ঝালকাঠির স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিয়াজ খান বলেন, “যত দ্রুত সম্ভব এই মান্নাফ – রহিমা দম্পতির বেচে থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা করা হোক। যথাযথ কর্তৃপক্ষের নিকট সকল মানবতাবাদী কর্মীদের আহবান।”
CBALO/আপন ইসলাম