চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ওপরে এলাকার দুর্বৃত্ত্বরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে ।
গতকাল বুধবার সন্ধায় উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম কোদালিয়া, বাবলাতলা দাখিল মাদ্রাসায় আওয়ামীলীগের সম্মেলন শেষে মটর সাইকেলে বাড়ি ফেড়ার পথে নেংটার মোর ব্রীজে পৌছলে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত্বরা চেয়ারম্যান আলহাজ মোঃ আব্দুল মজিদ সরকারকে লাঞ্চিত করে এবং সাথে থাকা লোকজনের ওপর হামলা করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে দুই জনকে টাংগাইল সদর হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে মোঃ আবু দাউদ সরকার বাদি হয়ে এলাকার ১৬ জনকে আসামী করে মামলা করে। খাষপুখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার বলেন, ওয়ার্ড ত্রি- বাষিক সম্মেলন শেষ করে বাইককে বাড়ি আসার পথে নেংটার মোড় ব্রীজে আসামাত্রই গতিরোধ করে আমাকে লাঞ্চিত করে এবং আমার সাথে থাকা ওসমানগনি ও আবু সামাকে বেধর মারপিট করলে তারা গুরুতর আহত হয়। গুরুতর আহতরা হলেন খাষপুখুরিয়া এলাকার মৃত কাশেম মন্ডলের ছেলে মোঃ আবু সামা মন্ডল(৫৫), হুরমুজ প্রামানিকের ছেলে ওসমান গনি( ৫০) ।
এবিষয়ে চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় মামলা করা হয়েছে, মামলা নং-০২, তারিখঃ ১৪/০১/২০২১। এ মামলায় উপজেলার পশ্চিম কোদালিয়া গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (৫৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
CBALO/আপন ইসলাম