শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ২শ ৪০ বছরের ঐতিহ্যবাহী মারবেল মেলা বন্ধ !

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১, ৪:২৮ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
পৌষ সংক্রান্তিতে গোসাই নবান্ন উৎসব উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহারে ঐতিহ্যবাহী ২শ ৪০বছরের পুরোনো ঐতিহ্যবাহী মারবেল মেলা এবছর বন্ধ!

পঞ্জিকা মতে, প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন গোসাই নবান্ন মহাউৎসবকে সামনে রেখে এই মারবেল খেলার মেলা অনুষ্ঠিত হয়ে আসলেও এবছর করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে গণসমাগম বন্ধের জন্য বৃহস্পতিবার অনুষ্টিত মারবেল খেলা বন্ধ ঘোষণা করেছেন আয়োজকরা। তবে মেলা বন্ধ হলেও প্রতি বছরের মতো এবছরও সোনাই চাঁদের প্রতিষ্ঠিত মন্দিরে বৈষ্ণব সেবা, হরিনাম সংকীর্ত্তন শেষে গোসাই নবান্ন উৎসব পালিত হচ্ছে। এবছর ছিল মেলার ১৪১তম বছর।

অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (নিওনেটোলজি) শিশু বিশেষজ্ঞ ডা. বিধান চন্দ্র (বিসি) বিশ্বাস ও মেলার উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় জানান, পৌষ সংক্রান্তিতে গোসাই নবান্ন ও মেলার আয়োজন করা হলেও এবছর করোনা মোকাবেলার কারণে গণমানুষের ভীড় এড়াতে বৃহস্পতিবারের মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য ধর্মিয় আচার-অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে প্রতিপালন করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর