অভয়নগর প্রতিনিধি:
নওয়াপাড়া জুট মিলের সহ-সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামানের মাথায় অস্ত্র ঠেকানোর ঘটনায় অভয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গত ১১/০১/২০২১ সোমবার সন্ধ্যা আনুমানিক ৬.০০টার সময় উপজেলার মহাকাল এলাকায় অবস্থিত সিডল টেক্সটাইল মিল্স লিঃ এর সামনে জাহাঙ্গীরের চা’র দোকানে চা খাওয়ার সময় স্থানীয় সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী গোলাম রানার পুত্র জিহাদ কামাল(৩৫) , সুলতানের পুত্র রণি শেখ(৩০), আব্দুল হাই’র পুত্র জিসান(২৮), সালাম বিশ্বাসের পুত্র নুর নবী(২০), মৃত হাশেম আলীর পুত্র মতিয়ার রহমান মতি(৩৫), হালিমসহ আরও অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসীরা ঘাট দখল কে কেন্দ্র করে নওয়াপাড়া জুট মিলের সহ-সাধারণ সম্পাদক ও পরশ মিলের ঘাটের সহযোগী ঘাট সর্দার মোঃ বদিউজ্জামানকে কিল. ঘুষি মেরে নিলা-ফুলা জখম করে কপালে পিস্তল ঠেকিয়ে এলাকা ছেড়ে চলে যেতে হুমকী দেয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ত্রাসী জিহাদ কামাল ও তার বাহিনী ক্রমশঃ বেপরোয়া হয়ে উঠেছে। তার বাহিনীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মৃত ওহাব মুন্সির পরিবারের উপর হামলাসহ, বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ডিউটি অফিসার এএসআই সুইটি সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
CBALO/আপন ইসলাম