শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

ই-পেপার

রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের ঘরে ঘরে নান্দাইলের ইউএনও

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১, ৭:৩৬ অপরাহ্ণ

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন রাতের আধারে অসহায় শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র কম্বল পৌছে দিচ্ছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে নান্দাইল উপজেলার পৌরসদর ও নান্দাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের বাড়ি বাড়ি ঘরে দরজার সামনে গিয়ে বলেন, ‘আমি নান্দাইলের ইউএনও, দরজা খুলুন এবং আপনার কম্বল নিন।’ এসময় ঘরের ভিতরে থাকা অসহায় শীতার্ত লোকজন ঘুম থেকে উঠে দেখেন কম্বল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নান্দাইলের ইউএনও মো. এরশাদ উদ্দিন। একজন প্রশাসনিক কর্মকর্তার এমন উদারতা ও মানবিকতা দেখে খুশীতে আত্মহারা হয়ে পড়েন শীতার্ত মানুষগুলো।

 

পরে ইউএনও’র হাত থেকে শীত বস্ত্র কম্বল গ্রহন করেন তারা। ইউএনও’র মাধ্যমে ঘরে বসেই কম্বল পেয়ে অসহায় মানুুষগুলো প্রাণভরে দোয়া করেন। কম্বল প্রাপ্ত অনেকেই বলেন, ‘ইউএনও স্যার দিছেন বলেই এইবার আমরা কম্বল পাইছি। আমাদের খবর কে রাখে।’ অসহায়দের বাড়ি বাড়ি কম্বল বিতরনের সময় ইউএনও মো. এরশাদ উদ্দিন অনেকের ভাঙ্গাচোরা ঘরের অবস্থার করুন পরিণতি দেখতে পেয়ে তাদেরকে সরকারিভাবে ঘর করে দেবার আশ্বস্ত প্রদান করেন। ইউএনও মোঃ এরশাদ উদ্দিন বলেন, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কম্বল বিতরন অব্যাহত থাকবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর