শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১, ৩:৪৮ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২এর আওতায় আগৈলঝাড়ায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মাণাধীন সেমি পাকা বাড়ি পরিদর্শণ করেছেন বরিশাল নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দিন হায়দার।

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’’ মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় আগৈলঝাড়ায় ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা বাড়ি মঙ্গলবার সন্ধায় সরেজমিনে পরিদর্শন করেনজেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এসময় তিনি পাকা বাড়ির কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকরে সাথে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটরিয়মে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পর কাজ এগিয়ে নিতে সকলের সাথে একযোগে কাজ করার সহযোগীতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়বাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।মতবিনিময় সভায় সকল ইউপি চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর