বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

সূরর্ণচরে জুয়াড়িদের হামলায় ১০জন আহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৭ মে, ২০২০, ৫:০১ অপরাহ্ণ

মোঃ আহসান হাবীব:

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের দক্ষিন চরক্লার্ক বাসার মার্কেটে ঈদের রাতে ৬ জন জুয়াডিকে পুলিশ ধরে নিয়ে যায়। তারা হলো বাহিনী মহি উদ্দিন পিতাঃমনির আহমেদ , জয়নাল পিতাঃমনির আহমেদ, মিজান পিতাঃআব্দুল আলিম,সামসুদ্দিন, জাকার ও ইউচুপ।থানায় থেকে ছাড়া পাওয়ার পরে, গতকাল ২৬/৫/২০২০ইং তারিখ সকাল ১০টা নাগাদ তারা বাসার মার্কেটে এসে যারা পুলিশেকে খবর দেয় বলে সন্দেহ করে, তাদের উপর দেশীয় অস্র স্বস্র দিয়ে হামলা চালায় ।

এতে ইমাম উদ্দিন বাবর পিতাঃ আবুল কালাম(৩০), আবুল কালাম(৫০)পিতাঃ অজি উল্ল্যাহ রাসেদ(২৫) পিতাঃআবুল কালাম,সাইফুল(২৭) পিতাঃআবুল কালাম,ইয়াসিন(২৮)পিতঃআবুল কালাম,ফারজানা আক্তার স্বামী ইয়াসিন সহ মোট ১০/১২জন আহত হয়।তাদের মধ্যে গুরুতর আহত হয়ে ইমাম উদ্দিন বাবর,আবুল কালাম ও ইয়াসিন হসপিটালে ভর্তি হয়।

হামলা কারীদের নাম, সোহাগ পিতাঃ মৃত নইব্বা চোরা,দেলোয়ার পিতা.মৃত নইব্বা চোরা,আকবর পিতাঃনইব্বা চোরা,মহি উদ্দিন পিতাঃমনির আহমেদ,জয়নাল পিতাঃমনির আহমেদ,মিজান পিতাঃআব্দুল আলিম,এনায়েত পিতাঃআব্দুল আলিম সহ তাদের সাথে আরো অনেকে রয়েছে বলে জানা যায়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনা আমি শুনেছি কিন্তু কেউ এখনো অভিযোগ করেনি তাই এখনো কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর