মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার(১১ জানুয়ারি) সন্ধায় উপজেলার রাধানগর ইউনিয়নের শাহপাড়া দারুস্সুন্নাত নূর- আলা নূর ইসলামিয়া নূরানী কিন্ডারগার্টেনের ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। প্রতিষ্ঠানের সহ- সভাপতি মোঃ সোলায়মান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমুলক বক্তব্য রেখে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম